মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগ দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসির উদ্দীনকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার অপসারণের দাবি জানিয়েছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’। একই সঙ্গে ওই বিশ্ববিদ্যালয় থেকে ‘অন্যায়ভাবে’ বহিষ্কৃত শিক্ষার্থী ফাতেমা তুজ জিনিয়াসহ আরও ৩৪ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্যের সামনে এক প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধনে এই দাবি জানিয়েছে সংগঠনটি। এ সময় মুক্তিযুদ্ধের মঞ্চের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির, সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড়।  মানববন্ধনে অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন বলেন, খোন্দকার নাসির উদ্দীন বিশ্ববিদ্যালয়ে স্বৈরশাসন কায়েম করেছেন। শুধু ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান কাজ কী’ এই লাইন লিখে মত প্রকাশের জন্য একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সমাবেশে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাবি শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।

সর্বশেষ খবর