মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

থানায় অফিস করছেন ডিসি-এসি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন থানায় শুরু হয়েছে বিশেষ নজরদারি। গতকাল থেকেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাওয়া শুরু করেছেন বিভিন্ন থানায়। ভুক্তভোগীদের সেবা নিশ্চিত করতে নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশ অনুসারে গতকাল সন্ধ্যার পর থেকে উপকমিশনার (ডিসি) থেকে সহকারী কমিশনাররা (এসি) কমপক্ষে দুই ঘণ্টা থানায় অবস্থান করে সার্বিক বিষয়াদির খোঁজখবর নিয়েছেন। গত রবিবার ডিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ‘থানার সেবার মান বাড়াতে প্রয়োজনে তিনি নিজে ওসির দায়িত্ব পালন করবেন।’ ডিএমপি সূত্র জানিয়েছে, এখন থেকে নিয়মিত ঢাকা মহানগর পুলিশের আটটি ক্রাইম বিভাগ ও জোনের ডিসি, এডিসি এবং এসিরা সমন্বয় করে থানায় ওসির নির্ধারিত চেয়ারে বসে দায়িত্ব পালন করবেন। তারা থানায় আসা মানুষের অভিযোগ শুনে ব্যবস্থা নেবেন। এ ছাড়াও থানায় জিডি বা মামলা করতে আসা কেউ যেন টাকা লেনদেন না করেন বা করলে কোন কোন কর্মকর্তা জড়িত, সে বিষয়ে গোপন তদন্ত করে প্রতিবেদন ডিসি কার্যালয়ে জমা দেবেন তারা। তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান বলেন, তেজগাঁও বিভাগের থানাগুলোতে এডিসি ও এসিরা দুই ঘণ্টার বেশি সময় দিয়েছেন। সেই থানায় সব কর্মকা  তিনি নিজে মনিটরিং করছেন। কাক্সিক্ষত সেবা নিশ্চিত করতে তিনি নিজে বিষয়টি মনিটরিং করেছেন বলে জানান। একই কথা বলেন লালবাগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম। তিনি বলেন, লালবাগ বিভাগে দায়িত্ব নেওয়ার পর থেকেই আমার অফিসাররা এই কাজটি করে আসছিলেন।

 তবে কমিশনার স্যার বলার পর থেকে এ বিষয়টি আমাদের জন্য আরও ভালো হয়েছে। আমি নিজেও থানায় গিয়ে বসছি।

সর্বশেষ খবর