মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
আরও চার সিনিয়র সচিব

নতুন বাণিজ্য সচিব জাফর উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

চার বিভাগের সচিবকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব হিসেবে পদায়ন করেছে সরকার। একই দিনে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিনকে পদায়ন করা হয়েছে। অন্যদিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি আদেশের মাধ্যমে এ পদোন্নতি ও পদায়ন করা হয়। পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র সচিবরা হলেন-  এন এম জিয়াউল আলম (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. আলমগীর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন। এই চার কর্মকর্তাকে পূর্বেকার নিজ নিজ দফতরেই রাখা হয়েছে।  ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক আদেশের মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলামকে গত ৮ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়। নতুন বাণিজ্য সচিব হিসেবে ড. মো. জাফর উদ্দিন মফিজুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। গত ২৬ ফেব্রুয়ারি ড. মো. জাফর উদ্দিন এই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে যোগ দেন। এর আগে তিনি অর্থ বিভাগে অতিরিক্ত সচিব ছিলেন।

সর্বশেষ খবর