বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরায় পাঁচ দিনব্যাপী ফার্নিচার মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় পাঁচ দিনব্যাপী ফার্নিচার মেলা শুরু

রাজধানীতে শুরু হয়েছে দেশীয় ফার্নিচারের সবচেয়ে বড় মেলা। গতকাল বিকালে কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ১৬তম জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধন করা হয়। পাঁচ দিনব্যাপী এই মেলায় ১৮২টি স্টলে ৩১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফআইওএ) আয়োজনে এবং ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টারের ব্যবস্থাপনায় এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি শেখ      ফজলে ফাহিম। তিনি বলেন, দেশের ফার্নিচার শিল্প নতুন নতুন প্রযুক্তি যুক্ত হওয়ায় খুব অল্প সময়েই ভালো অবস্থানে পৌঁছেছে। আমরা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি যে, এ শিল্পকে এগিয়ে নিতে হলে এর যত্ন নিতে হবে। আমরা নতুন নতুন দেশে পণ্য রপ্তানি করতে চাই। অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব আবু হেনা মোর্শেদ জামান তার বক্তব্যে বলেন, ফার্নিচার শিল্প বেশ লম্বা সময় পাড়ি দিয়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে। ২০১৮ সালে ফার্নিচার রপ্তানি করে দেশের আয় হয়েছে ৭৫ মিলিয়ন ডলার। যা থেকে এটি স্পষ্ট যে ফার্নিচার শিল্পের সম্ভাবনা অনেক। বিএফআইওএ সভাপতি সেলিম এইচ রহমান বলেন, গার্মেন্ট খাতের মতো ফার্নিচারকেও সফল রপ্তানিযোগ্য পর্যায়ে নেওয়ার চেষ্টা করতে হবে। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা তাদের বক্তব্যে বলেন, দেশের ফার্নিচার বাজারে এখন ২৫ হাজার কোটি টাকার পণ্য চাহিদা আছে। আর বিদেশে ৭০০ হাজার কোটি টাকার বিশাল বাজার আছে। এই মেলা আয়োজনের পেছনে প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ীরা সারা বছর নতুন যে পণ্য তৈরি করেছেন তার প্রদর্শনীর ব্যবস্থা করা। আবার ক্রেতারাও একই স্থানে এসে যাচাই-বাছাই করে তাদের পছন্দের পণ্যটি এই মেলা থেকে কেনার সুযোগ পাবেন। বর্তমানে দেশে বিদেশি ফার্নিচার আমদানি করা হয় না।

অনুষ্ঠানে জানানো হয় ঢাকা ছাড়াও চট্টগাম এবং বগুড়ায় ফার্নিচার মেলা হচ্ছে। মেলা চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় আজ ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন থাকছে। আর প্রতিদিনের কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর