বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

যেকোনো কথার উত্তর দিতে পারবে মিয়া-১

কুমিল্লা প্রতিনিধি

যেকোনো কথার উত্তর দিতে পারবে মিয়া-১

এবার কুমিল্লার বেসরকারি ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী রোবট তৈরি করেছেন। তারা হচ্ছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আশরাফুর রহমান মিনহাজ এবং তৃতীয় বর্ষের ছাত্রী মাহমুদা আফরীন। টিম লিডার আশরাফুর রহমান মিনহাজ। মেন্টর ছিলেন বিভাগের প্রভাষক মাসুম বকাউল। এটি দেশের প্রথম ওপেনসোর্স হিউম্যানয়েড রোবট বলে দাবি করেন তারা। রোবটটির নাম দেওয়া হয়েছে মিয়া-১। মিনহাজ ও আফরীনের নামের আদ্যাক্ষর নিয়ে এ নাম দেওয়া হয়। রোবটটি তৈরিতে ব্যয় হয়েছে ৪০ হাজার টাকা। সময় লেগেছে আড়াই মাস। পরিচালনার জন্য স্মার্টফোন দিয়ে কমান্ড দিতে হয় না। রোবটটি ব্যবহারকারীর কথা শুনতে ও উত্তর দিতে পারে। গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোবটটি উন্মুক্ত করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোফায়েল আহমেদ। টিম লিডার মিনহাজ বলেন, রোবটের বুকে ৭ ইঞ্চি       টাচ স্ক্রিন এলসিডি মনিটর রয়েছে। যার মাধ্যমে একজন ব্যবহারকারী সহজে রোবটটিকে কমান্ড দিয়ে তার কাছ থেকে তথ্য জানতে পারবে। রোবট মিয়া-১ মুখে কথা বলার পাশাপাশি তার এলসিডিতে সংশ্লিষ্ট ছবিও প্রদর্শন করবে। রোবটটির চোখে অত্যাধুনিক ক্যামেরা লাগানো হয়েছে। যার মাধ্যমে এটি দেখতে পারবে। এটি টিচিং এবং রিসিপশনের কাজ করতে সক্ষম। মিনহাজ কুমিল্লার শাকতলা এলাকার হেফজুর রহমানের ছেলে। এর আগে চলতি বছর কুমিল্লা বিশ্ববিদ্যলয়ের তিন শিক্ষার্থী ৩৭ হাজার টাকায় রোবট তৈরি করেছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর