বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

উন্নত বাংলাদেশ গড়ে তুলতে শেখ হাসিনার বিকল্প নেই : শামীম

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের জীবন গড়ে তুলতে হবে। শিক্ষিত ও উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। শামীম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্বমানের শিক্ষা অর্জনের জন্য যা যা দরকার সবই এদেশে আছে। আগে      আমাদের যখন বই পেতে ছয় মাস লাগত, এখন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যায়, দেশে বই উৎসব হয়। বিশ্ব মানের শিক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা উপকরণ সবই শিক্ষার্থীদের হাতের নাগালে। তোমরা ভালো করে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও, তোমাদের মধ্যেই আগামী দিনের বাংলাদেশ দেখি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্বাধীনতা যুদ্ধে যে পাকিস্তানকে আমরা পরাজিত করেছিলাম, সেই পাকিস্তান আমাদের থেকে সব ক্ষেত্রে পিছিয়ে। পাকিস্তানিরা এখন সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে চায় না। তারা চায় বাংলাদেশ হতে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক, সংগঠনের সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, অভিভাবকদের মধ্যে শাহনাজ মুন্নি, কল্যাণ সম্পাদক কাওছার আজম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর