বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
রংপুর-৩ উপনির্বাচন

প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

রংপুর প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে রংপুর-৩ সদর আসনের উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে। গতকাল সকাল ১১টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ শুরু হয়। জাতীয় পার্টির সাদ এরশাদ লাঙ্গল, বিএনপির প্রার্থী রিটা রহমান ধানের শীষ, প্রয়াত জাপা চেয়ারম্যান এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার আসিফ মোটরগাড়ি, এনপিপির শফিউল আলম আম, গণফ্রটের কাজী মো. শহীদুল্লাহ মাছ এবং  খেলাফত মজলিসের তহিদুর রহমান ম-লকে দেয়ালঘড়ি প্রতীক বরাদ্দ দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন। প্রতীক পাওয়ার পরপরই  প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। পিতার কবর জিয়ারত করে প্রচারণা শুরু করলেন সাদ :  পিতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করে তারই আসনে উপ-নির্বাচনে লড়তে প্রচারণা শুরু করলেন পুত্র রাহগীর আল মাহী সাদ এরশাদ। প্রচারণা শুরুর পরপরই তিনি ঘোষণা দেন তিনি শুধু রংপুরের জন্য নির্বাচন করছেন না, সারা বাংলাদেশে পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নির্বাচন করছেন। প্রবীণদের সহযোগিতায় তরুণদের নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। গতকাল বিকাল ৪টায় পল্লীনিবাসে পল্লীবন্ধুর কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রংপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আজমল হোসেন লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আবদুর রাজ্জাক, শাফিউল ইসলাম শাফী, সাংগঠনিক সম্পাদক মুনসী আবদুল বারী, মহানগর সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম প্রমুখ। সন্ধ্যায় তিনি কর্মী সমাবেশে বক্তব্য রাখেন এবং বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর