বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গুতে তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা কমলেও উৎকন্ঠা কমেনি। গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬১৫ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়েশা আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৮ জন এবং ঢাকা শহর বাদে দেশের অন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু       আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ২ হাজার ৪৮৫ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৯৯৩ জন ও অন্যান্য বিভাগে ১ হাজার ৪৯২ জন রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৮২ হাজার ৪৫৪ জন। স্বাস্থ্য অধিদফতরের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)  ডেঙ্গু সন্দেহে ২০৩টি মৃত্যুর তথ্য প্রদান করা হয়। এর মধ্যে আইইডিসিআর ১১৬ জনের তথ্য পর্যালোচনা শেষ করে ৬৮ জনের মৃত্যু ডেঙ্গু জ্বরে বলে নিশ্চিত করেছে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তারিন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাসির তালুকদারের মেয়ে। তিনদিন ধরে সে ঢামেকের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল। ডেঙ্গু জ্বরে রাজধানীর শিশু হাসপাতালে সানিয়া (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পরিবারের সঙ্গে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে থাকত। গত শনিবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সানিয়া।

গতকাল রাত ৩টায় সে মারা যায়। কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গুতে যুথি (১১) নামে এক শিশু মারা গেছে। সে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের নবগাঙ্গা গ্রামের জয়নাল আলীর মেয়ে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর