বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
সত্যতা পেল মন্ত্রণালয়ের কমিটি

জেলা পরিষদের জমি দখল করেছে আরএমপি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দফতর নির্মাণে জেলা পরিষদের জমি দখলের সত্যতা পেয়েছে মন্ত্রণালয়ের গঠন করে দেওয়া কমিটি। গতকাল দুপুরে কমিটির সদস্যরা রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে জেলা পরিষদের ওই জমিতে সরেজমিন তদন্তে গিয়ে এ সত্যতা পান। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শায়লা শারমিন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব আজিজ হায়দার ভূঁইয়াও উপস্থিত  ছিলেন। তাদের উপস্থিতিতেই জমিটি মাপজোঁক করে দেখা যায়, আরএমপির ভবন নির্মাণের জন্য অনেকটা জমি দখল করা হয়েছে। সেই জমিতে পাইলিংয়ের কাজও শেষ হয়েছে। জমি মাপের সময় মন্ত্রণালয়ের গঠন করে দেওয়া কমিটির আহ্বায়ক বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানও উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, ‘এ জমিতে ভবন নির্মাণ না করার জন্য আমরা বারবার বারণ করেছিলাম। পুলিশের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে, তারা তাদের জমিতেই ভবন নির্মাণ করছে। কিন্তু মন্ত্রণালয়ের কমিটি মাপজোঁক করে দেখল তাদের দাবি ভুল।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর