বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডিএনসিসির উচ্ছেদ অভিযান ২২ সেপ্টেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক

সড়ক ও ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ২২ সেপ্টেম্বর অভিযান শুরু করবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসির উত্তরা অঞ্চল (অঞ্চল-১) থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হবে। গতকাল রাজধানীর গুলশান নগরভবনে আয়োজিত এক সভায় তিনি এ ঘোষণা দেন। এ সময় অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন ফারুক পাঠান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাইয়ের সঞ্চালনায় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সড়ক-ফুটপাথ দখল করে বাণিজ্য চলবে না। দোষারোপের রাজনীতি বন্ধ করতে হবে। আকবর হোসেন ফারুক পাঠান বলেন, আমরা একটি দেশ স্বাধীন করতে পেরেছি। সেখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, রাস্তা-ঘাট পরিষ্কার কোনো সমস্যা নয়। মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ বলেন, আমি ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে দখল উচ্ছেদে ডিএনসিসির সঙ্গে কাজ করব। মোহা. শফিকুল ইসলাম বলেন, পুলিশ মানুষের কল্যাণের জন্য কাজ করতে চায়। রাজনৈতিক সদিচ্ছা থাকলে দখল উচ্ছেদ কোনো সমস্যা নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর