শিরোনাম
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরায় ফার্নিচার মেলায় বিশেষ ছাড়

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় ফার্নিচার মেলায় বিশেষ ছাড়

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ফার্নিচার মেলা। দেশীয় ফার্নিচার শিল্পের সর্ববৃহৎ প্রদর্শনীতে দৃষ্টিনন্দন বিভিন্ন ডিজাইনের ফার্নিচার নিয়ে এসেছে বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান। স্বল্প থেকে দামি বিভিন্ন ধরনের ফার্নিচার রয়েছে মেলায়। সব ধরনের ক্রেতার চাহিদা বিবেচনায় এখানে রয়েছে খাট, ডাইনিং  টেবিল, ড্রেসিং টেবিল,    সোফা, অফিস সরঞ্জামসহ বিভিন্ন ধরনের পণ্য। মেলার দ্বিতীয় দিনে গতকাল দেখা যায়, শতাধিক প্রতিষ্ঠান এসেছে মেলায়। প্রায় ২০০ স্টলে সাজানো রয়েছে ক্রেতার পছন্দ করার মতো আসবাব। প্রতিটি আসবাবে ১৫ থেকে ২০ শতাংশ ছাড় রয়েছে। এখানে আছে আখতার ফার্নিচার, হাতিম, অ্যাথেনা, হাওলাদার, ইজি, ন্যাশনাল, নিউ অ্যান্টিকসহ দেশের বিখ্যাত প্রতিষ্ঠানগুলো। আখতার ফার্নিচারে খাট, টেবিল, সোফা বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। ৫০ হাজার থেকে ১ লাখ টাকা মূল্যের খাট কিনলে মিলবে ২০ শতাংশ ছাড়। এসব খাট এখানে অর্ডার দিলে স্টলকর্মীরাই পৌঁছে দেবেন গ্রাহকের বাড়িতে। এই স্টলেই রয়েছে ১৫ হাজার টাকা মূল্যের খাট। নিউ অ্যান্টিক ফার্নিচার নিয়ে এসেছে ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের খাট। মেলা উপলক্ষে এই খাট পাওয়া যাচ্ছে দুই লাখ ৫৬ হাজার টাকায়। অ্যাথেনা নিয়ে এসেছে স্বল্পমূল্যের বিভিন্ন মানের আসবাব। ওমেগা হোম সল্যুশন নিয়ে এসেছে ঘরের যাবতীয় আসবাব। খাট, সোফা, ডাইনিং টেবিল, ইজি চেয়ার, ওয়াল শোকেসসহ দৃষ্টিনন্দন বিভিন্ন পণ্য। হাতের নাগালে এসব পণ্য কেনা যাবে কিস্তিতে। শূন্য শতাংশ সুদহারে গ্রাহক কিনতে পারবেন যে কোনো পণ্য। নিউ হাজি এন্টারপ্রাইজ নামে দেশীয় প্রতিষ্ঠানটি দেশের যে কোনো প্রান্তে তাদের পণ্য সরবরাহ করে। ভিআইপি ডোর অ্যান্ড ফার্নিচার প্রদর্শনী উপলক্ষে তাদের পণ্যে ২০ শতাংশ ছাড় দিয়েছে। উড আর্ট কম দামে দৃষ্টিনন্দন খাট নিয়ে এসেছে। শুধু খাট নয়, আছে স্বল্প থেকে দামি সব ডিজাইনের সোফা, ড্রেসিং টেবিল, ওয়াল শোকেস, ডাইনিং টেবিল। দেশীয় প্রতিষ্ঠানগুলোর তৈরি এসব আসবাব রপ্তানি হচ্ছে দেশের বাইরে। দাম তুলনামূলক ১০ হাজার টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকা পর্যন্ত বিভিন্ন মানের সোফা রয়েছে স্টলগুলোতে। ডাইনিং টেবিলের দাম পড়বে মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা। ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টারের (ডিটিসি) আয়োজনে এবং বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফআইওএ) পৃষ্ঠপোষকতায় মেলা চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

 প্রদর্শনী উপলক্ষে ৬-১২ বছর বয়সী শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে হবে দর্শনার্থীদের। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। মেলায় দর্শনার্থীদের প্রবেশের জন্য কোনো প্রবেশমূল্য নেই, বরং থাকছে কেনাকাটায় আকর্ষণীয় ডিসকাউন্ট। আইসিসিবির গুলনক্শা (হল-০১) ও রাজদর্শন (হল-০৩)-এ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

 

সর্বশেষ খবর