বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় বাড়ছে সাইবার ক্রাইম

স্কুল শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় বাড়ছে সাইবার ক্রাইম

খুলনায় নিয়ন্ত্রণহীন সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন পেশাজীবী মহল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভুয়া আইডি খুলে ব্যক্তিগত হয়রানি ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। এরই মধ্যে সাইবার ক্রাইমে জড়িত ২৫/৩০ জনের একটি গ্রুপের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। এদিকে এ অপরাধ বন্ধে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। জানা যায়, গত ২৩ আগষ্ট ফেসবুকে কুৎসা রটনার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শাহীন রহমান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিক, সামাজিক মর্যাদাসম্পন্ন ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনা করছিলেন। স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের খুলনা চ্যাপ্টারের আহ্বায়ক জুবাইয়া নওশিন বলেন, এ ধরনের অপরাধের সবচেয়ে বড় শিকার হয় মেয়েরা। আইডি হ্যাক থেকে শুরু করে সুপার ইম্পোজ ছবি ও পর্নোগ্রাফির মতো ভয়াবহ অভিযোগ রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, সাইবার ক্রাইম দমনে বৃহৎ পরিসরে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এদিকে খুলনায় সাইবার অপরাধ নিয়ন্ত্রণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, সাইবার অপরাধের একটি বড় মাধ্যম হলো স্মার্টফোন। তাই সাইবার অপরাধ নিয়ন্ত্রণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধে উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর