শিরোনাম
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পায়রা বন্দরে প্রথম কয়লাবাহী জাহাজ আসছে আজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রায় আজ দুপুরে আসছে প্রথম কয়লাবাহী জাহাজ। এমভি জিন হাই টোঙ্গ-৮ নামে হংকংয়ের জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে প্রায় ২০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে আজ জেটিতে নোঙর করবে। আমদানিকৃত এই কয়লা পটুয়াখালীর কলাপাড়ায় কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র বিসিপিসিএল’র (ইঈচঈখ) বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হবে। আগামী মাস (অক্টোবর) থেকে প্রতিদিন বিসিপিসিএল’র একটি করে কয়লাবাহী জাহাজ বন্দরে আসবে। এছাড়া  অন্যান্য পণ্য আমদানি-রপ্তানি কাজে বন্দর ব্যবহারের ধারাও অব্যাহত থাকবে।

পায়রা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্দোনেশিয়া থেকে এমভি জিন হাই টোঙ্গ-৮ নামের জাহাজটি ৫০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গভীর সমুদ্রে বহির্নোঙরে রয়েছে। সেখানে বিভিন্ন লাইটার জাহাজে ৩০ হাজার মোিট্রক টন কয়লা খালাস করা পর বাকি ২০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি আজ বন্দরের জেটিতে আসবে।

সর্বশেষ খবর