বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
রোহিঙ্গাদের এনআইডি

ইসির কর্মচারীসহ তিনজনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া চট্টগ্রাম নির্বাচন কমিশনের (ইসি) কর্মচারী জয়নালসহ তিনজনের রিমান্ড দিয়েছে আদালত। এর মধ্যে জয়নালকে তিন দিন ও অন্যদের একদিন করে রিমান্ড মঞ্জুর করে। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়–য়া ওই তিনজনকে আদালতে হাজির করে ৭ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী   কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন বলেন, সোমবার রাতে নির্বাচন কমিশনের কর্মচারী জয়নাল আবেদিন ও তার দুই সহযোগী বিজয় দাশ (২৬) এবং সীমা দাশকে (২৩) আটক করে পুলিশে সোপর্দ করে চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়।

 এর আগে মঙ্গলবার ডবলমুরিং থানা নির্বাচন কর্মর্কতা পল্লবী চাকমা পাঁচজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

সর্বশেষ খবর