বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
১২৫ ভরি সোনা ছিনতাই!

শাহবাগ থানার এএসআই তিন দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

শাহবাগ থানার এএসআই তিন দিনের রিমান্ডে

১২৫ ভরি সোনা ও মোবাইল ফোন ছিনতাই মামলায় রাজধানীর শাহবাগ থানার এএসআই শাহজাহান কবিরসহ দুজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান এ আদেশ দেন। মামলার অপর আসামি হলেন ১৬/এ মৌচাক মার্কেটের দ্বিতীয় তলার আসিফ জুয়েলার্সের আলিমুদ্দিন (৫৮)। এর আগে আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানা পুলিশ সাত দিন করে রিমান্ডের আবেদন করে। মামলা সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার থেকে গাড়িতে নিউমার্কেট যাওয়ার সময় শাহবাগ থানার এএসআই শাহজাহান কবির সিগনাল দিয়ে থামান। পরে অন্য আসামিদের সহযোগিতায় বাদীর দুই কর্মচারীকে গাড়ি থেকে নামিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেট সংলগ্ন টয়লেটে নিয়ে মারধর ও শরীর তল্লাশি করেন। এ সময় তাদের কাছে থাকা ১২৫ ভরি সোনা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় রাজি বুলিয়ন স্টোরের ম্যানেজার পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, নিউমার্কেটের সাদিয়া জুয়েলার্সে ১২৫ ভরি সোনা বিক্রির জন্য পাঠালে পথে আসামিরা ছিনিয়ে নিয়ে যায়।

সর্বশেষ খবর