বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু আক্রান্ত ১৩ শতাংশ কমেছে

২৪ ঘণ্টায় নতুন রোগি ৫৩৬ জন

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা ১৩ শতাংশ কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৫৩৬ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ১৭৫ জন এবং অন্য বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬১ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৯৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮০ হাজার ৪২৭ জন। ঢাকার হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৯২৭ জন এবং অন্য বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৪৩৩ জন। রাজধানী বাদে ঢাকা বিভাগে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে আক্রান্ত হয়েছেন ৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, খুলনা বিভাগে ১৫১ জন, রাজশাহীতে ২২ জন, রংপুরে ৬ জন, বরিশালে ৪৮ জন এবং সিলেট বিভাগে ৫ জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি হয়েছেন ২০ জন রোগী। এর মধ্যে ৯ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু। এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর