বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সিআইপি হলেন ১৮২ ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক

রপ্তানি-বাণিজ্যে অবদান এবং বাণিজ্য সংগঠনে নেতৃত্ব দেওয়ার জন্য ১৮২ ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদা দিয়ে তাদের কাছে পরিচয়পত্র হস্তান্তর করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ২০১৭ সালের জন্য তাদের সিআইপি নির্বাচন করা হলেও পরবর্তী সিআইপি ঘোষণা না করা পর্যন্ত তারাই সরকারি সুবিধা ভোগ করবেন বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সিআইপি কার্ড হস্তান্তর করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ এমপি। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন  বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম, রপ্তানি উন্নয়ন বুরে‌্যা-ইপিবি ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমীন প্রমুখ। রপ্তানিতে অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে ১৩৬ রপ্তানিকারক ও পদাধিকারবলে ৪৬ ব্যবসায়ী নেতাকে সিআইপি কার্ড দেওয়া হয়। সিআইপি কার্ডধারীরা সচিবালয়ে প্রবেশে বিশেষ পাস ও ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে আসনে অগ্রাধিকার পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারেরও সুযোগ পাবেন তারা। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সিআইপি সংক্রান্ত নীতিমালা সংশোধনের ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের রপ্তানি বেড়েছে, অর্থনীতিও শক্তিশালী হয়েছে। সুতরাং সিআইপি কার্ডের সংখ্যা বাড়াতে হবে। পণ্যের মানদ  এবং রপ্তানি পরিমাণের ভিত্তিতে সিআইপি নির্বাচন করা হবে বলে তিনি জানান।

তোফায়েল আহমেদ নতুন নতুন বাজার তৈরির ওপর গুরুত্ব দেন।

সর্বশেষ খবর