শিরোনাম
শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
ইসিতে আজ নির্বাচন

কর্মকর্তারা নামছেন ভোটের লড়াইয়ে

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি, জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের নানা নির্বাচন নিয়ে সারা বছর ব্যস্ত থাকে নির্বাচন কমিশন-ইসি। সাংবিধানিক এই প্রতিষ্ঠানের নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং অফিসার থেকে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকেন; তারাই এবার ভোটের জন্য মাঠে নেমেছেন। ফলে ভোটের হাওয়া বইছে নির্বাচন ভবনে। আজ শুক্রবার হবে সেই ভোট। ইসি কর্মকর্তারা জানান, আজ সকাল ৯টায় বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় বার্ষিক সাধারণ সভা-এজিএম হবে। এজিএমের পর বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত কার্যনির্বাহী কমিটি গঠনে চলবে ভোট গ্রহণ। সাধারণ সভায় প্রধান অতিথি থাকবেন প্রধান নির্বাচন কমিশনার এবং বিশেষ অতিথি থাকবেন নির্বাচন কমিশনাররাসহ ইসি সচিব। আজকের নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৯৭ জন। এর মধ্যে চার পদে একক প্রার্থী থাকায় ভোট হবে না। ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ও ব্যালট পেপারে ভোট দেবেন ৫৬৩ জন কর্মকর্তা। নির্বাচনের প্রার্থীরা হলেন- সভাপতি পদে মোস্তফা ফারুক, আবদুল বাতেন ও নুরুজ্জামান তালুকদার। সহসভাপতি পদে আলাউদ্দীন, আতিয়ার রহমান, তারিফুজ্জামান, মুনীর হোসাইন খান ও এ এম শামসুজ্জামান। মহাসচিব পদে ফয়সাল কাদের, মুহাম্মদ হাসানুজ্জামান, মোহাম্মদ মনির হোসেন ও সুধাংশু কুমার সাহা। যুগ্মমহাসচিব পদে কামরুল হাসান, ইস্তাফিজুল হক আকন্দ, ফজলুর রহমান, আলমগীর হোসেন, এনামুল হক, মতিয়ুর রহমান, মমিন মিয়া, মনিরুজ্জামান, শেখ মুহাম্মদ আদিল ও আবদুস ছালাম। সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শাহজালাল, নজরুল ইসলাম ও জাকির হোসেন। এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে রাশেদুল ইসলাম, সিনিয়র যুগ্মমহাসচিব পদে শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. রশিদ মিয়া ও প্রচার-প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার একক প্রার্থী রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর