শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
ফারমার্স ব্যাংকে জালিয়াতি

চিশতীর স্ত্রী ও ছেলেসহ তিনজনের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক

ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় ব্যাংকটির নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর স্ত্রী ও ছেলেসহ তিনজনের ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের জনসংযোগ কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। যাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তারা হলেন- বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী, স্ত্রী রোজী চিশতী এবং বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের মহাব্যবস্থাপক সাইফুল মাতব্বর। গত ১৫ সেপ্টেম্বর এ তিনজনের ব্যাংক হিসাব জব্দ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করে দুদক। ১৮ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ব্যাংক হিসাব জব্দ করার অনুমতি দেন। জব্দ হওয়া হিসাবের মধ্যে বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর পরিচালনায় চারটি, একটি রাশেদুল হক চিশতী ও তার মা রোজী চিশতী পরিচালনা করেন। আরেকটি হিসাব বকশীগঞ্জ জুট স্পিনার্সের মহাব্যবস্থাপক (জিএম) সাইফুল ইসলাম মাতব্বরের।

 রাশেদুল হক চিশতীর পরিচালনায় যে চারটি হিসাব জব্দ করা হয়েছে সেগুলো হলো- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বনানী শাখায় আরসিএল প্লাস্টিকস, স্টান্ডার্ড ব্যাংকের বকশীগঞ্জ শাখায় বকশীগঞ্জ জুট স্পিনার্স, ডাচ্-বাংলা ব্যাংকের পল্লবী শাখায় আরসিএল প্লাস্টিকস ও যমুনা ব্যাংকের গুলশান শাখায় ফিউশন ফুটওয়্যারসের। যমুনা ব্যাংকের মহাখালী শাখায় বকশীগঞ্জ জুট স্পিনার্সের জব্দ হওয়া হিসাব পরিচালনা করেন রোজী চিশতী ও রাশেদুল হক চিশতী। সাইফুল ইসলাম মাতব্বরের জব্দ হওয়া ব্যাংক হিসাব স্টান্ডার্ড ব্যাংকের বকশীগঞ্জ শাখায়। প্রসঙ্গত, ফারমার্স ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাদের যোগসাজশে ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করে জাল-জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ দুদক অনুসন্ধান চলছে। সংশ্লিষ্ট হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ইতিমধ্যে পাঁচটি মামলাও হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর