শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীতে বাসের ধাক্কায় পা হারালেন ভ্যানচালক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে এবার বাসের ধাক্কায় পা হারালেন এক ভ্যানচালক। তার নাম  সুলতান (৫০)। তিনি জেলার দুর্গাপুর উপজেলার পালি গ্রামের ঝড়ু মোল্লার ছেলে। এ ঘটনায় ‘উর্মি পরিবহন’ নামের বাসটি জব্দ করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। হাসপাতালের একজন ইন্টার্নি চিকিৎসক বলেন, ‘বুধবার রাতে জরুরি অপারেশন করে আহত সুলতানের ডান পায়ের হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়েছে। হাঁটুর নিচ থেকে যেভাবে ভেঙে পা চুরমার হয়ে গেছে-তাতে আর কোনো উপায় ছিল না। রোগীর অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।’

সুলতানের স্ত্রী রিনা খাতুন জানান, বুধবার সকালে সুলতান দুর্গাপুরের মাড়িয়া গ্রামের একটি খামার থেকে ডিম নিয়ে ভ্যানে করে রাজশাহীর আরডিএ মার্কেটের দিকে যাচ্ছিলেন। পথে রাজশাহীর বিনোদপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে নাটোরের দিকে যাওয়া ‘উর্মি পরিবহন’ নামের একটি বাস সুলতানের ভ্যানকে চাপা দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর