শিরোনাম
শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জমি রক্ষায় মামলা করতে চায় রাজশাহী জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দফতর নির্মাণের কাজ শুরু করা হয় জেলা পরিষদের জমি দখল করে। এনিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে দিলেও জমি ফিরে পাবার লক্ষণ দেখছে না জেলা পরিষদ। তাই জমি রক্ষায় জেলা পরিষদ আইনের আশ্রয় নিতে চায়। গতকাল অনুষ্ঠিত জেলা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় বলা হয়েছে, জেলা পরিষদের স্বার্থ অক্ষুণ্ন রাখার জন্য আইনজীবীর সঙ্গে পরামর্শ করে প্রয়োজনে আদালতে মামলা দায়েরের মাধ্যমে জমি রক্ষা করা হবে। মামলা পরিচালনার জন্য জেলা পরিষদের সার্ভেয়ার আলেফ আলীকে দায়িত্ব দেওয়া হয় বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি রাজশাহী মহানগরীর সি অ্যান্ড বি মোড়ে জেলা পরিষদের ৪৭ শতক জমি দখল করে আরএমপির সদর দফতর নির্মাণের কাজ শুরু হয়। ভেঙে ফেলা হয় জেলা পরিষদের ঐতিহ্যবাহী একটি ডাক বাংলোও। এনিয়ে জেলা পরিষদের আপত্তির প্রেক্ষিতে বিষয়টি মন্ত্রণালয় পর্যন্ত গড়ায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর