শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজবাড়ী থেকে ভারতীয় কিশোরীকে উদ্ধার করল যশোর পিবিআই

নিজস্ব প্রতিবেদক, যশোর

তৃষ্ণা নামে ১৪ বছরের এক ভারতীয় কিশোরীকে রাজবাড়ীর কালুখালি উপজেলার পারকুল গ্রাম থেকে উদ্ধার করেছে যশোর পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। উদ্ধার তৃষ্ণা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগণা জেলার অমরাবতী গ্রামের সাগর জানার মেয়ে। যশোর পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার রাতে মেয়েটিকে উদ্ধারের পর নিরাপত্তা হেফাজতের জন্য বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের  নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেনÑ রাজবাড়ী জেলার পারকুল গ্রামের আকবর আলী নামে এক যুবক ভারতের গুজরাটে গার্মেন্টসে কাজ করত। সেখানে থাকা অবস্থায় মোবাইল ফোনে তৃষ্ণার সঙ্গে পরিচয় হয় তার।

এক পর্যায়ে তিনি তৃষ্ণাকে বাংলাদেশে নিয়ে আসেন এবং বিয়ে করেন। পরে তৃষ্ণাকে আকবর আলী নিজ বাড়িতে রেখে কাজের জন্য আবার ভারত চলে যান। ওদিকে তৃষ্ণার বাবা এ ঘটনায় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার ফ্রেজারগঞ্জ থানায় মামলা করেন। তদন্তে ভারতীয় পুলিশ তৃষ্ণাকে বাংলাদেশে নিয়ে আসার প্রমাণ পায় এবং আকবর আলীকে আটক করে। এদিকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি সংগঠনের মাধ্যমে যশোর পিবিআই তৃষ্ণাকে উদ্ধারের চেষ্টা করতে থাকে। আদালতের নির্দেশনা অনুযায়ী তৃষ্ণাকে তার দেশে ফেরত পাঠানোর ব্যাপারে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর