শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দক্ষ ফার্মাসিস্ট নিয়োগে ওষুধের ভুল প্রয়োগ কমানো সম্ভব : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় অর্থনীতিতে ফার্মাসিউটিক্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। বর্তমানে দেশের চাহিদার ৯৮% ওষুধ দেশে উৎপাদন হচ্ছে এবং ওষুধ রপ্তানি হচ্ছে। চিকিৎসকদের সাফল্যে বাংলাদেশকে গর্বিত করে। দেশের হাসপাতালগুলোতে দক্ষ ফার্মাসিস্ট নিয়োগের মাধ্যমে ওষুধ নিয়ে বিভ্রান্তি ও ওষুধের ভুল প্রয়োগের হার কমিয়ে আনা সম্ভব হবে। ফার্মাসিউটিক্যাল সেক্টরকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতির ভিত আরও মজবুত হবে। তিনি সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডাক্তার ও ফার্মাসিস্টদের একযোগে কাজ করার আহ্বান জানান। গতকাল রাজধানীর একটি হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল অব বাংলদেশ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘পলিসি ডায়ালগ অন গুড ফার্মাসি প্র্যাকটিস ইন হসপিটাল ফার্মাসি সেটিংস অব বাংলাদেশ’ শীর্ষক এ সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি-ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. এ কে আজাদ চৌধুরী প্রমুখ।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মূল দর্শন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।

স্পিকারের সঙ্গে ইউকে-অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাক্ষাৎ

এদিকে গতকাল সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউকে-অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন পপুলেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ এর প্রতিনিধি দল এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ান অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিএপিপিডি) নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া, বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হার হ্রাস, জনসংখ্যার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর