শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
ফেসবুক ইন্ডিয়ায় প্রফেসর ইউনূস

সতর্ক করলেন নিয়ন্ত্রণহীন প্রযুক্তির ব্যবহার নিয়ে

নিজস্ব প্রতিবেদক

ভারতের নয়াদিল্লিতে ফেসবুক ইন্ডিয়ার কার্যালয় পরিদর্শন করেন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ইউনূস। সেখানে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, নিয়ন্ত্রণহীন ও সামাজিক দিক-নির্দেশনাহীন প্রযুক্তি মানুষের অকল্যাণ বয়ে আনবে। আমরা যদি মানুষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার (রোবট) ওপর নির্ভরশীল হয়ে যাই তবে তা মানবজাতিকে বিলুপ্ত করে দেবে। ভারতের সর্বোচ্চ নীতিনির্ধারণী থিংক ট্যাংক ‘নীতি আয়োগ’-এর আমন্ত্রণে দুই দিনের ভারত সফরে গেলে গত ১৬ সেপ্টেম্বর প্রফেসর ইউনূসকে নিজেদের কার্যালয়ে বক্তৃতার জন্য নিমন্ত্রণ জানায় ফেসবুক ইন্ডিয়া। রাজধানীর ইউনূস সেন্টার গতকাল এ তথ্য জানায়। এর আগে নয়াদিল্লিতে তার দুই দিনের সফরে প্রফেসর ইউনূসকে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমিং ইন্ডিয়ার (নীতি আয়োগ) উপদেষ্টা, গবেষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দিতে আমন্ত্রণ জানানো হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর