রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শেষ হলো জাতীয় ফার্নিচার মেলা

নিজস্ব প্রতিবেদক

শেষ হলো জাতীয় ফার্নিচার মেলা

শেষ হলো ১৬তম জাতীয় ফার্নিচার মেলা। দেশের ফার্নিচার শিল্পের সর্ববৃহৎ এই প্রদর্শনীর শেষ দিনেও গতকাল উল্লেখযোগ্যসংখ্যক দর্শক-ক্রেতার সমাগম ঘটে। রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুল্নক্শা ও রাজদর্শন হলে সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার মালিক সমিতির অন্য নেতারা।

সরেজমিন গেলে বিক্রয়কর্মীরা জানান, মেলায় এবার ক্রেতার কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন। বিশেষ করে নতুন নকশার আসবাবপত্রের প্রতি আগ্রহ ছিল বেশি। তারা আরও জানান, যারা সময়স্বল্পতার কারণে মেলা থেকে পণ্য কেনার সুযোগ               পাননি তাদের কথা চিন্তা করে আসবাবপত্র প্রতিষ্ঠানগুলো মেলার পরও তাদের নিজস্ব শোরুমে নির্দিষ্ট পরিমাণ ছাড়ে পণ্য কেনার সুবিধা দেবেন। পাশাপাশি ঢাকার বাইরে অন্য বিভাগীয় শহরগুলোয়ও এ ধরনের আয়োজনের ব্যবস্থা করা হলে ফার্নিচার ব্যবসা আরও প্রসার পাবে বলে দাবি করেন তারা। এদিকে মেলায় আসা দর্শনার্থীরাও এবার নতুন ও অভিজাত আসবাবপত্রগুলো দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশেষ করে ভারী ধাতুর ওপর ফোমের তৈরি রাজকীয় ডিজাইনের খাটগুলো ক্রেতাদের নজর কেড়েছে। একইভাবে ক্রেতাদের কাছে স্মার্ট নকশার হালকা ড্রেসিং টেবিলগুলোরও চাহিদা ছিল। মেলায় আসবাবপত্র ছাড়াও ঘর সাজানোর বিভিন্ন উপকরণ যেমন দোলনা, সাইড টেবিল ও আয়না কিনতে আগ্রহ দেখা গেছে। মেলা উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শীর্ষ ১০ জন আঁকিয়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া মেলায় অংশ নেওয়া ৩১টি প্রতিষ্ঠানকে সার্টিফিকেট ও ক্রেস্ট এবং প্যাভিলিয়ন সৌন্দর্য ক্যাটাগরিতে ৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর