শিরোনাম
রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
প্রবাসীদের প্রতি পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়ার আহ্বান

প্রতিদিন ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে শক্ত অভিযান শুরুর জন্য প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার বিকল্প নেই। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন এই মন্তব্য করে বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে অনেকেই আমাদের সাপোর্ট দিচ্ছে কিন্তু যে ধরনের পদক্ষেপ নিলে এ সমস্যার দ্রুত সমাধান হয়, সেটি হচ্ছে না। আমি চাই আপনারা যারা আমেরিকার ভোটার, তারা আপনাদের নির্বাচিত প্রতিনিধি তথা সিনেটর-কংগ্রেসম্যান এবং আমেরিকার    সরকারকে বলুন তারা যেন শক্ত হাতে এর একটা বিহিত করেন।’ খবর এনআরবি নিউজ। এর আগে ১৯৯৯ সালে সার্বিয়াতে মুসলিম জনগোষ্ঠী নিধনের জন্য বর্বরতা চলছিল। সেই বর্বরতায় লিপ্ত সার্বিয়ান বাহিনীকে দমনে ন্যাটো বোমাবর্ষণ করেছিল। একই ধরনের শক্তি প্রয়োগে আমেরিকাকে উদ্বুদ্ধ করতে হবে মিয়ানমারের বিরুদ্ধে। এ ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা জোরালো ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। এয়ারপোর্টে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী আগেই এলেন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সব কর্মসূচির সমন্বয় ঘটাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন রবিবার অপরাহ্ণে বাংলাদেশের নেতা হিসেবে।

 

সর্বশেষ খবর