রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল

বরিশালে নাগরিকদের ১৭ ধরনের তথ্য সংগ্রহ করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে বরিশাল নগরীর বাসিন্দাদের ১৭ ধরনের তথ্য সংগ্রহ করছে পুলিশ। নগরীর সব বাড়িওয়ালা, ভাড়াটিয়া কিংবা মেসের বাসিন্দা সবাই একটি তথ্য ফরমের মাধ্যমে পুলিশের ডাটাবেজে সংযুক্ত থাকবে। সেখানে তাদের ছবি এবং প্রয়োজনীয় ১৭ ধরনের তথ্য থাকবে। যে সব অপরাধী পুলিশ এবং বাড়িওয়ালাসহ সব  শান্তিপ্রিয় মানুষের অজান্তে কিংবা পরিচয় গোপন রেখে বাসা ভাড়া নিয়ে কিংবা মেসে থাকেন তাদের চিহ্নিত করার মাধ্যমে পুলিশ তাদের ধরতে পারবে। অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে এ তথ্য ভান্ডার অনেক কাজে আসবে বলে প্রত্যাশা পুলিশের।

গতকাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে তথ্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। উদ্বোধনের পর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। পরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর