রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধুর আদর্শ মনেপ্রাণে ধারণ করতে হবে

-গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু ও বাঙালি অভিন্ন সত্তা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। বঙ্গবন্ধুর আদর্শ মনেপ্রাণে, বিশ্বাসে, নৈতিকতায় ও মূল্যবোধে ধারণ করতে হবে। গত রাতে রাজধানীর ঢাকা ক্লাবে প্রথম পদ্মা-গঙ্গা-গোমতী লিভার সম্মেলন ২০১৯ উপলক্ষে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভার, বাংলাদেশ, লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল, ভারত ও হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা, ভারত যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনারারি চেয়ারম্যান শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনককান্তি বড়ুয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর