শিরোনাম
রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়ন দাবিতে রাজপথে সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক

সচিবালয়ের মতো পাবলিক সার্ভিস কমিশন, হাই কোর্ট ও কৃষি উন্নয়ন করপোরেশনের উচ্চমান সহকারী, প্রধান সহকারী, সহকারীসহ সমপদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা ও ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। অথচ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তিনবার সুপারিশ সত্ত্বেও সারা দেশের অন্যান্য সরকারি দফতরে সমপদে কর্মরতরা আগের তিমিরেই রয়ে গেছেন। এটিকে সংবিধানবিরোধী দাবি করে এ জাতীয়         বৈষম্য দূর করার দাবিতে গতকাল ‘বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ’ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে এসব পদে কর্মরত বিপুল সংখ্যক সরকারি চাকরিজীবী অংশ নেয়।  সংগঠনের সভাপতি কে এম বদিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহাসচিব আবু নাসির খান, কেন্দ্রীয় নেতা আ. হালিম, মমিনুর রশীদ সিদ্দিকী, মোহাম্মদ জাকির হোসেন, আ. হাকিম, লোকমান আহমেদ, শফিকুল ইসলাম খান, লুৎফর রহমান আকন্দ, মোখলেছুর রহমান, এমদাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, ফারুক মালুম, বেল্লাল হোসেন প্রমুখ। আবু নাসির খান বলেন, সচিবালয়ের ভিতরে ও বাইরে সরকারি দফতরের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সহকারী ইত্যাদি পদের পদবি ও বেতন স্কেল এক এবং অভিন্ন ছিল। কিন্তু ১৯৯৫ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বৈষম্য তৈরি হয়।

 

সর্বশেষ খবর