রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

২০ বছর পর দুই বিএনপি নেতার মান ভাঙল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

২০ বছর পর দুই বিএনপি নেতার মান ভাঙল

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনটি থেকে দুবার এমপি নির্বাচিত হয়েছিলেন অ্যাডভোকেট নাদিম মোস্তফা। আর চারঘাট উপজেলায় দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আবু সাইদ চাঁদ। দুজনই বিএনপি নেতা। তবে পুঠিয়া-দুর্গাপুর ও চারঘাট-বাঘায় আধিপত্য নিয়ে এই দুই নেতার বিরোধ ছিল তুঙ্গে। একজন আরেকজনের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রেখেছেন সভা-সমাবেশ ও দলীয় ফোরামে। নাদিমের বিরুদ্ধে বিএনপি রক্ষা কমিটিও করেছিলেন চাঁদ। তবে সব ভুলে প্রায় ২০ বছর পর পাশাপাশি বসলেন বিএনপির দুই নেতা জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। সেই সঙ্গে জেলা রাজনীতি নিয়ে তারা কথা বলেছেন।

বিএনপি নেতারা জানান, শুক্রবার সকালে আকস্মিক নাদিম মোস্তফা তার কয়েকজন সঙ্গী নিয়ে আবু সাইদ চাঁদের শলুয়ার বাড়িতে হাজির হন। নাদিম মোস্তফাকে স্বাগত জানান আবু সাইদ চাঁদ। এরপর তারা একান্তে কথা বলেন। সাবেক এমপি নাদিম মোস্তফা বলেন, ‘প্রায় ২০ বছর পর দুই ভাই একসঙ্গে বসলাম। আমাদের মধ্যে জেলার রাজনীতি নিয়ে কথা হয়েছে। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে দলের কর্মসূচি নিয়ে কথা হয়েছে। আমরা সব দ্বন্দ্ব ভুলে আবার একসঙ্গে রাজপথের আন্দোলনে মাঠে থাকার অঙ্গীকার করেছি।’ আবু সাইদ চাঁদ জানান, সকাল ১০টার দিকে নাদিম মোস্তফা তার বাড়িতে আসেন। দলের সহকর্মী তিনি। তার সঙ্গে নানা বিষয়ে বিরোধ ছিল। সেগুলো তারা আলোচনার মাধ্যমে সমাধান করে নিয়েছেন। বিএনপিকে সংগঠিত করতে এখন থেকে দুজনই একসঙ্গে কাজ করবেন। বিগত সব সংসদ নির্বাচনেই বিএনপির মনোনয়ন চেয়েছেন আবু সাইদ চাঁদ। গত সংসদ নির্বাচন ছাড়া, আগেরগুলোতে দল তাকে মনোনয়ন দেয়নি। এর পেছনে নাদিম মোস্তফা ইন্ধন ছিল বলে অভিযোগ করেছিলেন চাঁদ। এ কারণে এই নেতার মধ্যে বিরোধ শুরু হয় ১৯৯৯ সালে। সেই থেকে একজন আরেকজনের বিরুদ্ধে বিভিন্ন ফোরামে বক্তব্য রাখছেন। এমনকি খালেদা জিয়ার মুক্তির আন্দোলনেও তাদের একসঙ্গে দেখা যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর