রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
স্থায়ী কমিটির বৈঠক

সরকারের পদত্যাগ দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছে বিএনপি। একই সঙ্গে তিন বিভাগীয় সমাবেশ শেষে নতুন বছরের শুরুর দিকে বিএনপির জাতীয় কাউন্সিল করার চিন্তাভাবনা করছে দলটি। গতকাল রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়গুলো আলোচনা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে যুক্ত ছিলেন। বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আজকাল তাদের স্বরও কমে গেছে। যেভাবে জোর গলায় কথা বলত এখন তারা নিজেরাই ধরা পড়ে গেছে। তাদের লোকেরাই সব ধরিয়ে দিচ্ছে। তাদের বলতে চাই, গলাবাজি না করে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছেন- এই কারণে পদত্যাগ করে দয়া করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে, নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করে জনগণকে রেহাই দেন, জনগণকে স্বস্তি দেন। ফখরুল বলেন, দেশে একটাই আলোচনা- তা হচ্ছে ক্যাসিনো-জুয়া। এই সরকারের আমলে এটা প্রচ  রকমে বেড়ে গেছে। কারণ হচ্ছে তাদের নিয়ন্ত্রণ নেই কোথাও।

 ২৯ ডিসেম্বর যাদেরকে ব্যবহার করে ক্ষমতা দখল করেছে তাদেরকে বলার কিছু নেই, যে কারণে নিজের দল, আইনশৃঙ্খলা বাহিনী কিছুই নিয়ন্ত্রণে নেই তাদের অর্থাৎ সব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর