সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কারাগারে পাঁচ পুলিশ সদস্য

আসামি ছেড়ে দিয়ে ইয়াবা ভাগবাটোয়ারা

আদালত প্রতিবেদক

আসামি ছেড়ে দিয়ে জব্দ করা ইয়াবা ট্যাবলেট ভাগবাটোয়ারা ও বিক্রির প্রস্তুতির সময় গ্রেফতার পাঁচ পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন। এর আগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মাদক আইনে মামলায় দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় আসামিদের। আসামিরা হলেন- গুলশান থানার এএসআই মাসুদ আহমেদ মিয়াজী (৪৪), এপিবিএনের কনস্টেবল প্রশান্ত ম ল (২৩), মো. রনি মোল্লা (২১), মো. শরিফুল ইসলাম (২৩) ও নায়েক মো. জাহাঙ্গীর আলম (২৭)। মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উত্তরার এপিবিএন-১ সদর দফতরের ব্যারাক ভবনের চতুর্থ তলার বাথরুমের সামনে কয়েকজন পুলিশ সদস্য অবৈধ ইয়াবা ভাগবাটোয়ারা করছেন। ঘটনাস্থলে গিয়ে নগদ ১৫ হাজার টাকা, ৫৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামিদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসআই আবু জাফর বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় মামলা করেন। এর আগে আসামিরা রাজধানীর গুলশান থানা এলাকার চেকপোস্ট-৩, গুদারাঘাট এলাকায় গত ১১ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ডিউটি করেন।

এ সময় একটি মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পরস্পর যোগসাজশে ৫৫২ পিস ইয়াবা ট্যাবলেট রেখে তাকে ছেড়ে দেন।

সর্বশেষ খবর