সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
রেলওয়ে থানায় গণধর্ষণ

খুলনার সেই ওসির বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনি পাঠানসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলার আবেদন করেছেন ভুক্তভোগী নারী। গতকাল খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলাটি নথিভুক্ত করার আবেদন করেন ওই নারী। কিন্তু মামলাটি নথিভুক্ত না করে বিচারক মোহা. মহিদুজ্জামান এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ যাওয়ার পরামর্শ দেন। বাদীপক্ষের আইনজীবী ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ধর্ষণের ঘটনাস্থল (খুলনা রেলওয়ে থানা) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর আওতাধীন এলাকায় না হওয়ায় বিচারক মামলাটি গ্রহণ করেননি। এর আগে ১০ আগস্ট রাতে আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে রেলওয়ে থানায় মামলা করেন ওই নারী। এ ঘটনার পর ওসি উসমান গনি পাঠানসহ দুজনকে বরখাস্ত করা হয়েছে।

 জানা যায়, ২ আগস্ট রাতে রেলওয়ে পুলিশ ফুলতলা থেকে ওই নারীকে মোবাইল চুরির অভিযোগে আটক করে থানায় নিয়ে যায়। পরে গভীর রাতে ওসি উসমান গনি পাঠানসহ ৫ পুলিশ তাকে ধর্ষণ ও মারধর করে বলে অভিযোগ ওঠে। পরের দিন ফেনসিডিলসহ মাদক মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়। সেখানে জামিন শুনানিকালে পুলিশের গণধর্ষণের বিষয়টি জানালে আদালতের নির্দেশে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

সর্বশেষ খবর