শিরোনাম
সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

অনশন করে বিয়ের দাবি আদায় করল কলেজছাত্রী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে বিয়ের দাবিতে অনশনরত সেই কলেজছাত্রীকে অবশেষে বিয়ে করেছেন প্রেমিক সবুজ মিয়া। গত শনিবার মধ্যরাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের শেখর গ্রামের প্রেমিকের বাড়িতে সামাজিকভাবে এক লাখ টাকা দেন মোহরানা ধার্য করে এ বিয়ে সম্পন্ন করা হয়। জানা গেছে, ভবানীপুর ইউনিয়নের শেখর গ্রামের আবদুস সালামের ছেলে সবুজ মিয়ার সঙ্গে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াকান্দাপাড়া গ্রামের বিক্রম শেখের কলেজ পড়ুয়া মেয়ের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় ঘটে। একপর্যায়ে তাদের উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্রধরে ৯ সেপ্টেম্বর প্রেমিক সবুজ সিরাজগঞ্জে যান ওই কলেজছাত্রীর সঙ্গে দেখা করতে। এমনকি ওই ছাত্রীকে নিয়ে সারা দিন ঘোরাফেরাও করেন প্রেমিক সবুজ। কিন্তু বাড়ি আসার পর সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন সবুজ। এ অবস্থায় ঠিকানা সংগ্রহ করে ওই কলেজছাত্রী ১৪ সেপ্টেম্বর বিকালে প্রেমিকের বাড়ি শেরপুর উপজেলার শেখর গ্রামে আসেন। তখন বাড়ি থেকে পালিয়ে যান প্রেমিক। তারপর থেকে বিয়ের দাবিতে সবুজের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে অনশন শুরু করেন ওই কলেজছাত্রী।

একপর্যায়ে ঘটনাটি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে পুলিশ প্রশাসনেও তোলপাড় শুরু হয়। প্রেমিক সবুজকে ধরতে মাঠে নামে পুলিশ। এ অবস্থায় প্রেমিক-প্রেমিকা উভয় পরিবারের লোকজন শনিবার মধ্যরাতে সমঝোতা বৈঠকে বসেন। তারপর তারা সামাজিকভাবে বিয়ে সম্পন্ন করেন।

সর্বশেষ খবর