সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
সিলেট চেম্বারের নির্বাচন

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আধিপত্য

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে ২১টি পরিচালক পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের ১৩ জন নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী অপর প্যানেল সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৮ জন। এ ছাড়া টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে একজন প্রার্থী থাকায় তাকেই বিজয়ী ঘোষণা    করা হয়। শনিবার চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাত ১২টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। ঘোষিত ফলাফলে অর্ডিনারি শ্রেণিতে বিজয়ীরা হলেন- হুমায়ূন আহমদ, আলীমুল এহছান চৌধুরী, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, সাহিদুর রহমান, আবদুর রহমান জামিল, নজরুল ইসলাম বাবুল, আবু তাহের মো. শোয়েব, খন্দকার ইসরার আহমদ রকি, ফখর উস সালেহীন নাহিয়ান ও মামুন কিবরিয়া সুমন। অ্যাসোসিয়েট শ্রেণিতে বিজয়ীরা হলেন- এমদাদ হোসেন, মাসুদ আহমদ চৌধুরী মাকুম, আতিক হোসেন, চন্দন সাহা, পিন্টু চক্রবর্তী ও আবদুর রহমান। ট্রেড গ্রুপ শ্রেণিতে বিজয়ীরা হলেন- তাহমিন আহমদ, ওয়াহিদুজ্জামান চৌধুরী ও আমিনুজ্জামান জুয়াহির। এ ছাড়া টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে একমাত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন শমসের জামাল।

সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ জানান, নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে আজ সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর