সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
সিলেটের রাজনীতি

অনুমতি পায়নি বিএনপি সমাবেশ নিয়ে দোলাচল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে আগামীকাল বিএনপির বিভাগীয় সমাবেশ হওয়ার কথা। তবে গতকাল (রবিবার) পর্যন্ত পুলিশের কাছ থেকে সমাবেশের অনুমতি পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে বিএনপি। তাদের অভিযোগ, সমাবেশের অনুমতির বিষয়টি নিয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েও সুযোগ মিলছে না। গতকাল বিকালে নগরীর দরগাহ গেটের একটি হোটেলের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সিলেট বিএনপির নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।  নাসিম হোসাইন বলেন, ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া ফরমায়েশি সাজা বাতিল ও মামলা প্রত্যাহার এবং অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আগামী মঙ্গলবার সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনকে সমাবেশের বিষয়টি লিখিতভাবে অবহিত করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমাদের ইতিবাচক কিংবা নেতিবাচক কিছুই জানানো হয়নি।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভাগীয় সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।

সর্বশেষ খবর