শিরোনাম
সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইউরেশীয় কনফারেন্সে যোগ দিতে গেলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

ইউরেশীয় কনফারেন্সে যোগ দিতে গেলেন স্পিকার

কাজাখস্তানে অনুষ্ঠিতব্য ইউরেশীয় দেশগুলোর স্পিকারদের ৪র্থ সম্মেলন ও উগান্ডায় চলমান ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে  যোগ দিতে সাত দিনের সফরে বিদেশ গেলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, ইউরেশীয়  দেশগুলোর স্পিকারদের চতুর্থ সম্মেলনে যোগ দিতে গতকাল ঢাকা ছেড়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আগামী ২৩-২৪  সেপ্টেম্বর কনফারেন্সটি কাজাখস্তানের রাজধানী আস্তানায় শুরু হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ‘বৃহত্তর ইউরোশীয়া : সংলাপ, আস্থা ও অংশীদারিত্ব’। এ সম্মেলনে স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন ও এ বি এম রিয়াজুল কবীর কাওছার। এরপর স্পিকারের  নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল যাবে উগান্ডার রাজধানী কাম্পালায় চলমান ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স-২০১৯ এ যোগ দিতে। গতকাল থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। স্পিকারের  নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে উগান্ডায়  যোগ দেবেন হুইপ ইকবালুর রহিম, উপাধ্যক্ষ আবদুস শহীদ, মো. আবু জাহির, মোহাম্মাদ নজরুল ইসলাম, শিরীন আহমেদ এমপি। ২৮  সেপ্টেম্বর স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

সর্বশেষ খবর