সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ব্যাংকের নতুন বিনিয়োগে উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকগুলোকে শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শেয়ারবাজারে ব্যাংকগুলোর নিজস্ব পোর্টফোলিওতে সরাসরি বিনিয়োগ অথবা সাবসিডিয়ারি কোম্পানিতে ঋণ প্রদানের মাধ্যমে বিনিয়োগের এই সুযোগ দেওয়া হয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংক নতুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। কেন্দ্রীয় ব্যাংকের এ প্রজ্ঞাপনের সংবাদে উত্থান হয়েছে শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৬৪ পয়েন্ট বেড়েছে।

জানা গেছে, শেয়ারবাজারে ব্যাংকের সরাসরি বিনিয়োগ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নানা বিধিনিষেধ রয়েছে। এই বিধিনিষেধ কিছুটা শিথিল করে কেন্দ্রীয় ব্যাংক প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে অধিকাংশ ব্যাংকের অগ্রিম ও আমানতের অনুপাত নির্ধারিত মাত্রা অপেক্ষা কম। এ ছাড়া এসএলআর সংরক্ষণের পরে অতিরিক্ত তারল্য রয়েছে। এসব ব্যাংকের জন্য আইনি সীমার মধ্য থেকে শেয়ারবাজারে মৌলভিত্তিসম্পন্ন  শেয়ার ও ইউনিটে বিনিয়োগের যথেষ্ট সুযোগ ও সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় শেয়ারবাজারে ব্যাংকগুলো নিজস্ব পোর্টফোলিওতে সরাসরি বিনিয়োগ অথবা সাবসিডিয়ারি কোম্পানিতে ঋণ প্রদানের মাধ্যমে তারল্য সরবরাহ বৃদ্ধিতে সহযোগিতা করতে পারে। যা গতিশীল শেয়ারবাজার নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। ব্যাংকগুলোকে ৯টি শর্তে  শেয়ারবাজারে বিনিয়োগের এই সুযোগ দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের এই সংবাদে  গতকাল শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯২১ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫১টি  কোম্পানির মধ্যে ১৮৫টি বা ৫৩ শতাংশ প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১০৬টি বা ৩০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি বা ১৭ শতাংশ  কোম্পানির। ডিএসইতে ৩০৪  কোটি ৭২ লাখ ৫৫ হাজার টাকার               

সর্বশেষ খবর