সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ব্যাংক নোটের আদলে বিল টোকেন ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক নোটের আদলে কোনো বিল, টিকিট বা টোকেন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক নোটের আদলে কিছু ব্যবহার করা আইনত দ-নীয় উল্লেখ করে গতকাল কেন্দ্রীয় ব্যাংক সতর্কবার্তা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তায় বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাংক নোটের আদলে বিভিন্ন মূল্যমানের খাবারের বিল, টোকেন ও টিকিট ছাপিয়ে ব্যবহার করা হচ্ছে। ব্যক্তি মালিকানায় পরিচালিত কিছু হোটেল, রেস্তোরাঁ ও শহরাঞ্চলের বিভিন্ন বিনোদন পার্কে এর ব্যবহার হচ্ছে। টাকার আদলে এ ধরনের বিল, কুপন ও টিকিটের ব্যবহারের কারণে জনসাধারণ প্রতারিত হতে পারে। এ ছাড়া জাল নোট প্রস্তুতকারী চক্রের প্রতারণা বাড়ার আশঙ্কা রয়েছে। ব্যাংক নোটের আদলে এসব বিল, টোকেন ও টিকিটের ব্যবহার দ-নীয় অপরাধ। এ জন্য এসব কার্যক্রম থেকে বিরত থাকতে সবাইকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে। এসব কার্যক্রম থেকে বিরত না হলে সংশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর