বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

তৃণমূলে সতর্কবার্তা আওয়ামী লীগের!

খুলনা মহানগরসহ ১০ জেলার মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় তৃণমূলে দলকে শক্তিশালী করতে হাইব্রিড সুবিধাভোগী নেতাদের চিহ্নিত ও ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের আহ্বান জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। একই সঙ্গে দলে কোনো অভ্যন্তরীণ বিভেদ থাকলে তা সামাল দিয়ে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল খুলনার অভিজাত সিটি ইন হোটেলে মহানগরসহ বিভাগের ১০ জেলার শীর্ষ নেতাদের নিয়ে সম্মেলনের প্রস্তুতি ও সাংগঠনিক মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতারা এ নির্দেশনা প্রদান করেন। এতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, বিগত উপজেলা নির্বাচন দগদগে ঘা’র মতো নেতা-কর্মীদের ওপর চেপে ধরেছে। কিছু হাইব্রিড নেতার কর্মকাে  দল বিতর্কিত হয়েছে। এই জায়গাটা মজবুত করতে দলকে শক্তিশালী করা ছাড়া বিকল্প নেই। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এমপি।

তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে তথ্য-উপাত্ত নিয়ে অনুপ্রবেশকারীদের চিহ্নিত ও তাদের তালিকা করা হয়েছে। যেখানেই সম্মেলন হবে ওই তালিকাভুক্ত যারা থাকবে তারা দলের পদ-পদবি পাবে না। এদিকে সম্মেলনের প্রস্তুতি শুরু হওয়ায় তৃণমূলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর