বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৬৯ জন, মৃত ২

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় ৪৬৯ জন আক্রান্ত হয়েছেন। গতকাল খুলনা ও বরিশালে ডেঙ্গু আক্রান্ত দুজন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১ জন এবং অন্য বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৮ জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, খুলনায় ডেঙ্গুতে আবদুর রউফ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, আবদুর রউফের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া রাধানগর গ্রামে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় সোমবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত বরু (৬০) না?মে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে মৃত্যু হয় তার। এ নিয়ে শেরেবাংলা মেডিকেলে ১০ জনসহ বরিশাল বিভাগে এ পর্যন্ত ১৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। শেরেবাংলা মেডিকেলের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, জ্বরে আক্রান্ত বরু গত সোমবার বিকালে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তার মৃত্যু হয়। তিনি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী গ্রামের সৈয়দ নাজের আলীর স্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর