বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
অন্তহীন ভোগান্তি নগরবাসীর

ওয়াসার খোঁড়াখুঁড়ি চলছে প্রস্তুত বিটিসিএলও

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে ওয়াসার চলমান তিনটি প্রকল্পের খোঁড়াখুঁড়িতে চলছে অন্তহীন ভোগান্তি। খোঁড়াখুঁড়ির এ ক্ষত শুকানোর আগেই ফের সড়ক কাটবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এ ব্যাপারে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) বরাবরে লিখিত অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বিটিসিএল। ১ অক্টোবর থেকে সংস্থাটি সড়ক কাটাকাটির কাজ শুরু করবে। ফলে নগরবাসীর পিছু ছাড়ছে অন্তহীন ভোগান্তি-দুর্ভোগ। বিটিসিএল সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারন্যট সেবা প্রদানের লক্ষ্যে ভূগর্ভস্থ অফটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপন করবে। এ লক্ষ্যে ‘ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণ’ শীর্ষক ২ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার টাকার একটি প্রকল্প গ্রহণ করে। এ ব্যাপারে মুরাদপুর বিটিসিএল টেলিফোন একচেঞ্জ এলাকার সড়কের পাশ দিয়ে ‘হরিজনাল ডাইরেকশনাল ড্রিলিং’ এবং ‘ওপেন কাট’ পদ্ধতিতে অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপন করা হবে। কাজটি ৩০ জানুয়ারি ২০২০ পর্যন্ত চলবে।

এই সময়ে কাটাকাটি চলবে নগরের মোহাম্মদপুর, সুগন্ধা, মির্জাপুল, পাঁচলাইশ, ওআর নিজাম রোড, আবদুল লতিফ, আবদুল্লাহ খান, হামদু মিয়া, চট্টগ্রাম-হাটহাজারী রোড, আবদুল হামিদ, সিডিএ এভিনিউ, চাঁদ মিয়া, ওমর আলী মাতব্বর, খতিবের হাট, আবদুল করিম, ফরিদের পাড়া, চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে, বারইপাড়া, খাজা রোড, নাজির পাড়া, বায়েজিদ বোস্তামি, হাজী নুর আহম্মেদ, মসজিদ লেন, হিলভিউ, কেবি ফজলুল কাদের এবং ওআর নিজাম সড়ক এলাকার পাশের রোড। মোট ১১৭ দশমিক ৫০৪ ঘনমিটারের ৬৮টি হ্যান্ড হোল্ড এবং এইচডিডি পরিমাণ ১৬ হাজার ৮২১ মিটার।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা বলেন, ‘সেবা সংস্থাগুলো জনস্বার্থেই সড়ক কাটে। এখন বিটিসিএল যদি তাদের প্রকল্পের জন্য সড়ক কাটতে চায়, তাহলে তো অনুমোদন দিতে হয়। কারণ তাদের কাজও তো জনগণের জন্য।’

 

সর্বশেষ খবর