বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
খুলনার ২৫ ইউনিয়ন পরিষদ

তিন বছরে কর আদায় বেড়েছে পাঁচগুণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

২০১৫-১৬ অর্থবছরে খুলনার রূপসা, বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলার ২৫টি ইউনিয়ন পরিষদে কর আদায় হয়েছে ২৬ লাখ ৪৭৫ টাকা। ২০১৮-১৯ অর্থবছরে এসব ইউনিয়ন পরিষদে কর আদায়ের পরিমাণ ১ কোটি ৫১ লাখ টাকা। তিন বছরে কর আদায় বেড়েছে প্রায় পাঁচগুণ। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকান্ডে জনগণের অংশগ্রহণ বেড়েছে ৪৩ শতাংশ। আর উন্মুুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে প্রকল্পের আওতায় প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে।

গতকাল খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সুশীল সমাজ সংগঠন ও স্থানীয় সরকার প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ের সভায় এসব তথ্য জানানো হয়। ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও জবাবদিহিতা নিশ্চিত করতে জার্মানি সংস্থা হেলভেটাসের অর্থায়নে বেসরকারি সংগঠন সিএনআরএস এই কার্যক্রম বাস্তবায়ন করছে।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. ইকবাল হোসেন।

 

সর্বশেষ খবর