বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
আমদানি নেমেছে অর্ধেকে

ভারতীয় পিয়াজের মূল্য দ্বিগুণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতীয় কৃষিপণ্য মূল্য নির্ধারণকারী সংস্থা ‘ন্যাপেড’ ১৩ সেপ্টেম্বর থেকে হঠাৎ পিয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে ৮৫২ মার্কিন ডলার নির্ধারণ করায় তার প্রভাব পড়েছে বেনাপোল বন্দরে। ফলে পিয়াজ আমদানি অর্ধেকে নেমে এসেছে। বেনাপোল বন্দরের একটি সূত্র থেকে জানা গেছে, ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে ১১১৯ মেট্রিক টন পিয়াজ আমদানি হয়েছে। নতুন মূল্য নির্ধারিত হওয়ার পর ১৬-২৫ সেপ্টেম্বর ১০ দিনে বেনাপোল বন্দরে ৫৫৮ মেট্রিক টন পিয়াজ আমদানি হয়েছে। বর্তমানে প্রতি কেজি পিয়াজ আমদানিতে খরচ পড়ছে ৫৩ থেকে ৫৪ টাকা। পাইকারি বাজারে তা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকা দরে। আর খুচরা বাজারে সেই পিয়াজের দাম ৫৮ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। এর আগে প্রতি মেট্রিক টন পিয়াজ ৩০০ থেকে ৪১০ মার্কিন ডলারে আমদানি করা হলেও এখন থেকে প্রতি মেট্রিক টন পিয়াজ ৮৫২ মার্কিন ডলারে ব্যবসায়ীদের আমদানি করতে হবে। আগের এলসিগুলো পুনরায় অ্যামানমেন্ড করে পিয়াজ আমদানি করতে হচ্ছে।

সর্বশেষ খবর