বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চীনের মধ্যস্থতায় ত্রিদেশীয় ফোরাম গঠনে সম্মত মিয়ানমার

ইস্যু : রোহিঙ্গা প্রর্ত্যাবর্সন

কূটনৈতিক প্রতিবেদক

রোহিঙ্গাদের দেশে ফেরাতে আনুষ্ঠানিক সংলাপে চীনকে সম্পৃক্ত করে বাংলাদেশের সঙ্গে একটি ‘ত্রিপক্ষীয় যৌথ কার্যনির্বাহী’ ফোরাম গঠনে সম্মত হয়েছে মিয়ানমার। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এই ফোরাম বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউইয়র্কে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সংকট সমাধানে কাজ করতে যৌথ কার্যনির্বাহী ফোরাম গঠন করতে তিন দেশ সম্মত হয়েছে। তিন দেশ যৌথভাবে সরেজমিন নেমে পরিস্থিতি মূল্যায়ন করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বৈঠকে ত্রিদেশীয় ফোরামের প্রস্তাবটি তুলেছিল চীন। মিয়ানমার শুরুতে রক্ষণশীল মনোভাব দেখালেও শেষ পর্যন্ত প্রস্তাবে সম্মত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের মতে, জাতিসংঘের স্থায়ী পরিষদের প্রভাবশালী সদস্য চীন প্রক্রিয়াটিতে যুক্ত হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা ইতিবাচক মোড় নেবে।  এটা গত দুই বছরের আলোচনায় ‘ইতিবাচক’ অগ্রগতি ও ‘গুণগত’ পরিবর্তন। এটা এই অর্থে ইতিবাচক যে আমরা বিষয়টিকে আন্তর্জাতিক রূপ দিতে পারছি। এর ফলে মিয়ানমারের ওপর বাড়তি চাপ তৈরি হবে। তিনি বলেন, চীন এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার অর্থ হলো- কী ঘটছে ও কেন প্রত্যাবাসন পেছাচ্ছে সে বিষয়ে আন্তর্জাতিক মহল এখন তাদের প্রশ্নের মুখে ফেলবে।

এত দিন শুধু বাংলাদেশকেই এসব প্রশ্ন শুনতে হয়েছে।

সর্বশেষ খবর