শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সঞ্চয়পত্রের ২৩ লাখ টাকাসহ অফিস কর্মচারী গ্রেফতার

নওগাঁয় দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

সঞ্চয়পত্রের প্রায় ২৩ লাখ টাকাসহ নওগাঁ জেলা সঞ্চয় অফিসের উচ্চমান সহকারী মো. হাছান আলীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল এক অভিযানে তাকে গ্রেফতার করে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের একটি টিম। রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমের তদারকিতে এ অভিযান পরিচালিত হয়। দুদকের জনসংযোগ কার্যালয় বিষয়টি জানিয়েছে। জানা গেছে, ২০১৮ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত নওগাঁ জেলা সঞ্চয় অফিসের ২৭ জন গ্রাহকের সঞ্চয়পত্র কেনার জমা ভাউচার জালিয়াতির ঘটনা ঘটে। ভাউচার জালিয়াতি করে ২ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। মামলায় পিয়ন সাদ্দাম হোসেনকে আসামি করা হয়। মামলার তদন্তে নানা তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র পর্যালোচনা করে দুদক। পর্যালোচনা থেকে জানা যায়, ২ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের সঙ্গে নওগাঁ জেলা সঞ্চয় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী জড়িত। টাকাগুলো বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলার চেষ্টা করা হয়। কিছু টাকা নওগাঁ জেলা সঞ্চয় অফিসের উচ্চমান সহকারী হাছান আলীর আলমারিতে রক্ষিত আছে।

 গতকাল নওগাঁ জেলা সঞ্চয় অফিসে অভিযান চালায় দুদক। অভিযানে হাছান আলীর অফিসে ব্যবহৃত আলমারি থেকে মোট ২২ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর