বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শাহজালালে যাত্রীর পেটে ৪০ লাখ টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেটে ৪০ লাখ টাকা মূল্যের ৬টি সোনার বার পাওয়া গেছে। ওই যাত্রীর নাম আবদুল মজিদ। তিনি মঙ্গলবার রাতে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। সোনা ছাড়াও তার কাছ থেকে ৬টি মোবাইল ফোন, ১৫ কেজি গুঁড়াদুধ, ১০ কেজি কসমেটিক্স জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আবদুল মজিদকে শনাক্ত করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার কাছে সোনা আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করা হয়। এতে কিছু না পেয়ে গ্রিন চ্যানেলের আর্চওয়েতে নিলে তার দেহে ধাতব বস্তুর সংকেত পাওয়া যায়।

প্রথমে অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সোনা থাকার কথা স্বীকার করেন। এরপর তার পায়ুপথ দিয়ে ৬৯৮ গ্রাম ওজনের ৬টি সোনার বার উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর