শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জামিনের জন্য হাই কোর্টে লতিফ সিদ্দিকীর আবেদন

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় দুর্নীতি দমন কমিশন-দুদকের দায়ের করা মামলায় হাই কোর্টে জামিন আবেদন করেছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। গতকাল আবেদনটি বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চের কার্যতালিকায় থাকলেও শুনানি হয়নি। আগামী রবি বা সোমবার আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। গতকাল আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে আবেদন জানান আইনজীবী সুব্রত কুমার কুন্ড। অন্যদিকে দুদকের পক্ষে             রয়েছেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। পরে খুরশীদ আলম খান জানান, এ মামলায় গত ৭ জুলাই হাই কোর্ট তার জামিনে রুল জারি করেছে। পরে ২২ আগস্ট সেই রুল উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়ে যায়। এর পরও তিনি পুনরায় জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর