শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুদকের অভিযানে ১৩৫৬ বস্তা সরকারি গুদামের চাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর বিসিক শিল্প এলাকায় মেসার্স চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স থেকে সরকারি খাদ্য অধিদফতরের ১ হাজার ৩৫৬ বস্তা চাল জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার ওজন ৫৩ হাজার ৮৪০ কেজি। গতকাল দুপুরে চালগুলো জব্দ করে দুদকের রাজশাহী টিম।

দুদক রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মালিক হচ্ছেন তিনজন। তারা হলেন হুমায়ুন কবির, আবুল হোসেন ও কাউসার আলী। তবে অভিযানের কোনো মালিকই ছিলেন না। দুদক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ সরকারি খাদ্য গুদামের চাল জব্দ করা হয়। পরে চালগুলো যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায়, এগুলো কালোবাজার থেকে কেনা হয়েছিল। এরপর চালগুলো জব্দ করা হয়। কার কাছ থেকে কেনা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তা জানতে আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর