শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় ‘মায়ানদী’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘মায়ানদী’

নাটকের দল থিয়েটার মঞ্চায়ন করেছে দলটির নিজস্ব প্রযোজনা ‘মায়ানদী’। গত সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। মারুফ কবিরের রচনা ও নির্দেশায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রামেন্দু মজুমদার, ত্রপা মজুমদার, রাশেদুল আউয়াল শাওন, পরেশ আচার্য্য, সাইফ, কল্যাণ, রবিন, তানভীর, তামান্না, শাহী প্রমুখ। বাংলাদেশের স্বপ্নসারথি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র ও শিল্পকর্ম নিয়ে আগামীকাল শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে মাসব্যাপী বিশেষ প্রদর্শনী। বিকাল ৪টায় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ শিরোনামের বিশেষ এ প্রদর্শনীর উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। কৈশোর থেকে এখন পর্যন্ত সময়ের ২৩১টি আলোকচিত্র, ১৩৩টি চিত্রকর্ম, ৪টি স্থাপনাশিল্প, ৫টি ইনস্টলেশনে উঠে আসবে শেখ হাসিনার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন সময়। মাসব্যাপী এ আয়োজনে থাকবে ১০টি আলোচনা সভা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর